আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। এ লক্ষ্যে সৃজনশীল, স্বাধীন এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ জ্ঞান শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা , সংগীত চর্চা , শরীর চর্চা , ধর্মীয় শিক্ষা ও খেলাধুলা সহ আরো অনেক কিছু । জীবনের বাস্তব জ্ঞান কঠোর পরিশ্রম সুশৃংখল নিয়মাবলী সুশিক্ষা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আমাদের ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ আপনাদের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণের সহায়তা করবে। আশা করছি একদিন এই শিক্ষার্থীরা তাদের পরিবার সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই সকল সুযোগ দিচ্ছি যেখানে একজন শিক্ষার্থী সাহস করে , হাসিমুখে তার শিক্ষককে প্রশ্ন করতে পারে । আমরা চেষ্টা করছি সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক মুক্ত রাখতে।
সব মিলিয়ে আপনার সন্তান গড়ে উঠুক ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে নৈতিকতায় ও আদর্শে।